অবোধ-শিশু
অবোধ-শিশু
সাইয়িদ রফিকুল হক
স্বপ্নগুলো দেখতে ভালো
কিন্তু ভীষণ তিতা,
মনে তোমার ব্যাধি আছে
কে হবে তাই মিতা!
ফুলের মতো রঙটি আছে
নাই যে কোনো ঘ্রাণ,
মানুষ তুমি বেঁচে আছো!
আছে তোমার প্রাণ?
দেখতে তুমি ভীষণ ভালো
কিন্তু ভিতর-পোকা!
হায়রে মানুষ অবোধ-শিশু
কেমনতর খোকা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
স্বপ্নগুলো দেখতে ভালো
কিন্তু ভীষণ তিতা,
মনে তোমার ব্যাধি আছে
কে হবে তাই মিতা!
ফুলের মতো রঙটি আছে
নাই যে কোনো ঘ্রাণ,
মানুষ তুমি বেঁচে আছো!
আছে তোমার প্রাণ?
দেখতে তুমি ভীষণ ভালো
কিন্তু ভিতর-পোকা!
হায়রে মানুষ অবোধ-শিশু
কেমনতর খোকা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মনির হোসেন মনি ২৪/১১/২০১৬ভালো লাগলো
-
আব্দুল হক ২৩/১১/২০১৬তত্ত্ব বহুল
-
মোনালিসা ২২/১১/২০১৬অসাধারণ
-
অঙ্কুর মজুমদার ২২/১১/২০১৬vlo.
-
সোলাইমান ২২/১১/২০১৬খুব সুন্দর কাব্যরস।
-
জহির রহমান ২১/১১/২০১৬নির্মম বাস্তবতা ফুটে ওঠেছে কবিতাটিতে। চমৎকার লেগেছে কবি! শুভেচ্ছা...