এসো ব্যবসা করি
এসো ব্যবসা করি
সাইয়িদ রফিকুল হক
এসো ব্যবসা করি
অন্ধকারের ব্যবসা!
এসো সওদা করি
অন্ধকারের তামাশা!
এসো ব্যবসা করি
গহীন-কালো অন্ধকারে!
এসো ব্যবসা করি
কালোটাকার সদ্ব্যবহারে!
এসো বন্ধু এসো সবাই,
এবার একটু ঘুরে দাঁড়াই
আর এখনই বন্ধ করি
কালোটাকার ধান্দা,
আমরা আজই হয়ে যাই
সত্যপক্ষের নাছোড়বান্দা।
এসো ব্যবসা করি
ধান্দাবাজ-মানুষগুলো ধরার
এসো চেষ্টা করি
দেশের জন্য কিছু করার।
এসো ব্যবসা করি
এই ঘুটঘুটে-অন্ধকারের বিরুদ্ধে,
এসো এখন জীবনটাকে
কাজে লাগাই নতুনযুগের মুক্তিযুদ্ধে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
এসো ব্যবসা করি
অন্ধকারের ব্যবসা!
এসো সওদা করি
অন্ধকারের তামাশা!
এসো ব্যবসা করি
গহীন-কালো অন্ধকারে!
এসো ব্যবসা করি
কালোটাকার সদ্ব্যবহারে!
এসো বন্ধু এসো সবাই,
এবার একটু ঘুরে দাঁড়াই
আর এখনই বন্ধ করি
কালোটাকার ধান্দা,
আমরা আজই হয়ে যাই
সত্যপক্ষের নাছোড়বান্দা।
এসো ব্যবসা করি
ধান্দাবাজ-মানুষগুলো ধরার
এসো চেষ্টা করি
দেশের জন্য কিছু করার।
এসো ব্যবসা করি
এই ঘুটঘুটে-অন্ধকারের বিরুদ্ধে,
এসো এখন জীবনটাকে
কাজে লাগাই নতুনযুগের মুক্তিযুদ্ধে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২২/১১/২০১৬তাই না কি বেশ।
-
জহির রহমান ২১/১১/২০১৬ভালো
-
আনিসা নাসরীন ২১/১১/২০১৬
-
আরিফ মুহাম্মদ ২১/১১/২০১৬কবি ধন্যবাদ। কবিতাটি মনে হয় আরাে বড় করা যেত।
-
অঙ্কুর মজুমদার ২১/১১/২০১৬vlo