পলাশ-ফুলের হাসি
পলাশ-ফুলের হাসি
সাইয়িদ রফিকুল হক
পলাশ-ফুলের হাসি দেখে
পাগল কেন হলে?
গোলাপ-ফুলের দেখা পেলে
ভাসবে চোখের জলে!
দেখতে শুধুই মাকাল-ফল
গুণ যে কিছুই নাই,
ফুলের মতো সুবাসমাখা
হৃদয় আমরা চাই।
পলাশ-ফুল নামেই শুধু
নাই যে কিছু তার,
এই জীবনে গুণের কদর
করবে কবে আর?
১৯/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
পলাশ-ফুলের হাসি দেখে
পাগল কেন হলে?
গোলাপ-ফুলের দেখা পেলে
ভাসবে চোখের জলে!
দেখতে শুধুই মাকাল-ফল
গুণ যে কিছুই নাই,
ফুলের মতো সুবাসমাখা
হৃদয় আমরা চাই।
পলাশ-ফুল নামেই শুধু
নাই যে কিছু তার,
এই জীবনে গুণের কদর
করবে কবে আর?
১৯/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২০/১১/২০১৬কাব্যে বিমোহিত !
-
সোলাইমান ২০/১১/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ২০/১১/২০১৬vlo;