এদের কোনো ধর্ম নাই
এদের কোনো ধর্ম নাই
সাইয়িদ রফিকুল হক
পশুগুলো আরও পশু হচ্ছে। আর তাই, অতিসম্প্রতি এই পশুগুলো ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর ইত্যাদি স্থানে হিন্দুসম্প্রদায়ের উপর হামলার পরে নতুন করে ঝালকাঠিতে হিন্দুমন্দিরে হামলা করেছে। আসলে, এদের কোনো ধর্ম নাই। এরা আদিমপশুর জাত। লোকসমাজে নিজের সুবিধাআদায়ের জন্যই এরা আজকাল নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে। কিন্তু এদের কার্যকলাপই বলে দিচ্ছে এরা আদিমপশুর বংশধর।
এই পশুদের চিরতরে নির্মূল করা না হলে এদের সংখ্যা আরও বাড়বে। তাই, সময় থাকতে রাষ্ট্রকে শক্তহাতে এই পশুদের এখনই দমন করা প্রয়োজন।
(আংশিক)
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
পশুগুলো আরও পশু হচ্ছে। আর তাই, অতিসম্প্রতি এই পশুগুলো ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর ইত্যাদি স্থানে হিন্দুসম্প্রদায়ের উপর হামলার পরে নতুন করে ঝালকাঠিতে হিন্দুমন্দিরে হামলা করেছে। আসলে, এদের কোনো ধর্ম নাই। এরা আদিমপশুর জাত। লোকসমাজে নিজের সুবিধাআদায়ের জন্যই এরা আজকাল নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে। কিন্তু এদের কার্যকলাপই বলে দিচ্ছে এরা আদিমপশুর বংশধর।
এই পশুদের চিরতরে নির্মূল করা না হলে এদের সংখ্যা আরও বাড়বে। তাই, সময় থাকতে রাষ্ট্রকে শক্তহাতে এই পশুদের এখনই দমন করা প্রয়োজন।
(আংশিক)
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনায়েম খান নিজাম ১৮/১১/২০১৬যথার্থ বলেছেন।
-
মোনালিসা ১৮/১১/২০১৬হুম
-
আব্দুল হক ১৮/১১/২০১৬শষ্যের চেয়ে আগাছা বেশী
-
আনিসা নাসরীন ১৮/১১/২০১৬এদের আসলেই কোন ধর্ম নেই। এরা মানুষের জাতেও পরে না।
-
জহির রহমান ১৭/১১/২০১৬এদের কোন ধর্ম নেই। জঙ্গীদেরও কোন ধর্ম নেই। কিন্তু তারা ইসলামের নাম বিক্রি করে।
একটা অপরাধের সুষ্ঠু তদন্ত করে বিচার হলে আরেকটি অপরাধ হতো না।
একটা খুনের বিচার হলে দশটা খুন কম হতো।
একটা ধর্ষনের বিচার হলে দশটা ধর্ষক ধর্ষণের পূর্বে আরেকটিবার চিন্তা করতো।