আশাভঙ্গ
আশাভঙ্গ
সাইয়িদ রফিকুল হক
অনেকদিনের আশা ছিল
দেখবো তোমার মন,
কদিন পরেই হবে তুমি
আমার বড় স্বজন।
এই না ভেবে খুলতে বলি
তোমার মনের তালা,
ভালোবাসার রঙিন-আশায়
সাজাই ফুলের ডালা।
যেই না তুমি খুলে দিলে
তোমার মনের দ্বার,
অমনি দেখি সেইখানেতে
কার ছায়া যে আর!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
অনেকদিনের আশা ছিল
দেখবো তোমার মন,
কদিন পরেই হবে তুমি
আমার বড় স্বজন।
এই না ভেবে খুলতে বলি
তোমার মনের তালা,
ভালোবাসার রঙিন-আশায়
সাজাই ফুলের ডালা।
যেই না তুমি খুলে দিলে
তোমার মনের দ্বার,
অমনি দেখি সেইখানেতে
কার ছায়া যে আর!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/১১/২০১৬আশাভঙ্গের কবিতা কিন্তু সুন্দর
-
সুজিত মান্না ১৭/১১/২০১৬বেশ।।।
-
আমি-তারেক ১৭/১১/২০১৬sundor chondo...
-
সোলাইমান ১৭/১১/২০১৬অসাধারণ কবি।
-
আনিসা নাসরীন ১৬/১১/২০১৬সুন্দর
-
জহির রহমান ১৬/১১/২০১৬কি হয়েছে তাতে যদিও
থাকে কারো ছায়া
হতে পারে ওই ছায়াটা
আপনারি আঁকা কায়া।
অনবদ্য লিখেছেন কবি! শুভেচ্ছা সতত... -
মোমিনুল হক আরাফাত ১৬/১১/২০১৬darun