তোমরা মিথ্যাবাদী
তোমরা মিথ্যাবাদী
সাইয়িদ রফিকুল হক
মিথ্যার কুয়াশা চাদর হয়ে ঢেকে দিচ্ছে তোমাদের
আর তোমরা সেই চাদর গায়ে জড়িয়ে কী খুশি!
তোমাদের দেখেছিলাম সকাল-বিকাল মিথ্যা খেতে,
তোমরা রোজ-রোজ শুধু মিথ্যা খেতে,
আর এখনও নিয়মিত তা-ই খেয়ে যাচ্ছো!
তোমাদের চরিত্র হনুমানের মত,
আর কখন কী ভেংচি কাটো তা বোঝা বড় মুশকিল!
তোমরা প্রতিদিন মিথ্যার উপাসনা করে যাচ্ছো
আর নিয়ম করে মিথ্যার চাদর গায়ে সমাজের বুকে
ছড়িয়ে দিচ্ছো বিষবাষ্প আর মিথ্যা-ভাইরাস!
তোমরা মিথ্যাবাদী, আমাদের এই সবুজ-পৃথিবীর
সবচেয়ে বড়, আদিমতম আর নাদুসনুদুস শয়তান
হয়ে হয়ে আজ বিশ্বমানবের হৃদয় করছো কলুষিত,
ঘৃণা তোমাদের প্রতি, আর ধিক্ তোমাদের ধিক্।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
মিথ্যার কুয়াশা চাদর হয়ে ঢেকে দিচ্ছে তোমাদের
আর তোমরা সেই চাদর গায়ে জড়িয়ে কী খুশি!
তোমাদের দেখেছিলাম সকাল-বিকাল মিথ্যা খেতে,
তোমরা রোজ-রোজ শুধু মিথ্যা খেতে,
আর এখনও নিয়মিত তা-ই খেয়ে যাচ্ছো!
তোমাদের চরিত্র হনুমানের মত,
আর কখন কী ভেংচি কাটো তা বোঝা বড় মুশকিল!
তোমরা প্রতিদিন মিথ্যার উপাসনা করে যাচ্ছো
আর নিয়ম করে মিথ্যার চাদর গায়ে সমাজের বুকে
ছড়িয়ে দিচ্ছো বিষবাষ্প আর মিথ্যা-ভাইরাস!
তোমরা মিথ্যাবাদী, আমাদের এই সবুজ-পৃথিবীর
সবচেয়ে বড়, আদিমতম আর নাদুসনুদুস শয়তান
হয়ে হয়ে আজ বিশ্বমানবের হৃদয় করছো কলুষিত,
ঘৃণা তোমাদের প্রতি, আর ধিক্ তোমাদের ধিক্।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১২/১১/২০১৬কবিতাটি পড়ার সময় কেন যেন 'মিডিয়া'র সাথে সামঞ্জস্যতা পাচ্ছিলাম। চমৎকার লিখেছেন!
-
অঙ্কুর মজুমদার ১২/১১/২০১৬vlo