ফোটাও সাধের ফুল
ফোটাও সাধের ফুল
সাইয়িদ রফিকুল হক
তোমার মনে কাঁটা ছিল
আর যে ছিল ভুল,
তাই না দেখে ঝরে গেল
আমার হাতের গোলাপফুল!
মনটা তোমার বিষের পুঁটলি
হয় না ফুলের চাষ,
নরককুণ্ডে জেনেশুনে
কে করবে বসবাস?
বুকের ভিতর এবার থেকে
ফোটাও সাধের ফুল,
ছোট্ট একটা জীবন নিয়ে
করবে কত ভুল?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
তোমার মনে কাঁটা ছিল
আর যে ছিল ভুল,
তাই না দেখে ঝরে গেল
আমার হাতের গোলাপফুল!
মনটা তোমার বিষের পুঁটলি
হয় না ফুলের চাষ,
নরককুণ্ডে জেনেশুনে
কে করবে বসবাস?
বুকের ভিতর এবার থেকে
ফোটাও সাধের ফুল,
ছোট্ট একটা জীবন নিয়ে
করবে কত ভুল?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মানসূর আহমাদ ১২/১১/২০১৬বেশ কয়েক জায়গায় মাত্রাবিভ্রাট ঘটেছে!
-
আব্দুল হক ১০/১১/২০১৬ভালো লিখা
-
সুজিত মান্না ১০/১১/২০১৬ভালো তবে আরো নতুনত্ব আনতে হবে
-
রাবেয়া মৌসুমী ১০/১১/২০১৬চমৎকার হয়েছে।
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/১১/২০১৬বেশ মজার ছিল