ধর্ম মানে মানুষ-সুন্দর
ধর্ম মানে মানুষ-সুন্দর
সাইয়িদ রফিকুল হক
ধর্ম হলো মানবজাতির
জীবন-রাঙা-ফুল,
কারও ধর্মে আঘাত করে
করবে তুমি ভুল?
ধর্ম মানে মানুষ-সুন্দর
সবাই তাহার আপন,
সবার ধর্ম ভালোবেসে
করে জীবন-যাপন।
ধর্মলোভী পশুর দল
হয় না মানুষ ভালো,
পরের ধর্ম দেখে তারা
মুখটি করে কালো!
মসজিদ তোমার ভালো লাগে
মন্দির কেন ভাঙ্গো?
ধর্ম মেনে আগে তুমি
নিজের মনে জাগো।
ধর্ম মানে সবার সাথে
মিলেমিশে থাকা,
সারাজীবন থাকবে তোমার
হৃদয় সত্যে ঢাকা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজিত মান্না ১০/১১/২০১৬নতুনত্ব আনার চেষ্টা করুন।।।
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/১১/২০১৬খুব একঘেয়ে লাগলো
-
পরশ ০৬/১১/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ০৫/১১/২০১৬vlo....