ছোট্ট একটা শব্দ
ছোট্ট একটা শব্দ
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর আগুন আছে
থাক না চাপা পড়ে,
ছোট্ট একটা শব্দ মনে
নাও না আপন করে।
আগুনগুলো নিভিয়ে দাও
একটা হাসি দিয়ে,
হিংসা-পাহাড় ভেঙ্গে ফেল
একটু দরদ দিয়ে!
আজকে থেকে পরের নামে
বন্ধ করো নালিশ,
অহংকারের তকমা খুলে
মনটা করো পালিশ!
বুকের ভিতর আগুন আছে
নিভিয়ে ফেল আজ,
সবখানেতে পরাও এখন
ভালোবাসার সাজ!
ছোট্ট একটা শব্দ বটে
কঠিন ভালোবাসা,
সবার মনে জাগুক এটা
বাড়বে জাতির আশা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর আগুন আছে
থাক না চাপা পড়ে,
ছোট্ট একটা শব্দ মনে
নাও না আপন করে।
আগুনগুলো নিভিয়ে দাও
একটা হাসি দিয়ে,
হিংসা-পাহাড় ভেঙ্গে ফেল
একটু দরদ দিয়ে!
আজকে থেকে পরের নামে
বন্ধ করো নালিশ,
অহংকারের তকমা খুলে
মনটা করো পালিশ!
বুকের ভিতর আগুন আছে
নিভিয়ে ফেল আজ,
সবখানেতে পরাও এখন
ভালোবাসার সাজ!
ছোট্ট একটা শব্দ বটে
কঠিন ভালোবাসা,
সবার মনে জাগুক এটা
বাড়বে জাতির আশা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ০৩/১১/২০১৬অসাধারণ
-
রাবেয়া মৌসুমী ০৩/১১/২০১৬সুন্দর।আরো আশা করিছ..
-
অঙ্কুর মজুমদার ০২/১১/২০১৬nice 1
-
নাইম আহম্মেদ ০২/১১/২০১৬অনে সুন্দ হয়েছে.. শুবেচ্ছা রইল ।