সবুজ-বাংলার চিরসুন্দর বৃক্ষরাজি
সবুজ-বাংলার চিরসুন্দর বৃক্ষরাজি
সাইয়িদ রফিকুল হক
গাছগুলো এখনও আমাকে ডাকে,
কী যে সবুজ, আর কী সতেজ ছিল সেই গাছগুলো!
এখনও তাই শুধু তাদের ডাক শুনতে পাই।
আজ কতদিন হয়ে গেল যাই না তাদের কাছে,
তবু যেন মনে হয় তারা চেয়ে আছে আমার দিকে,
আর কী সবুজ-সতেজ তাদের সেই চাহনি!
গ্রামগুলো এখনও আছে আগের মতো
আর আছে তাদের সেইসব সবুজমাখা বৃক্ষরাজি,
আঃ কী সুন্দর ছিল তাদের সবুজ চেহারা!
মাঝে-মাঝে ঘুমের মধ্যে জেগে উঠি তাদের ডাকে,
সবুজ-বাংলার চিরসুন্দর বৃক্ষরাজি
আজ আমাকে নীরবে-সরবে ডাকে বন্ধুর মতো!
তাদের ডাকে বারবার যেতে ইচ্ছে করে
সবুজ-বাংলার সবুজ-সবুজ বৃক্ষরাজির কাছে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১১/২০১৬
সাইয়িদ রফিকুল হক
গাছগুলো এখনও আমাকে ডাকে,
কী যে সবুজ, আর কী সতেজ ছিল সেই গাছগুলো!
এখনও তাই শুধু তাদের ডাক শুনতে পাই।
আজ কতদিন হয়ে গেল যাই না তাদের কাছে,
তবু যেন মনে হয় তারা চেয়ে আছে আমার দিকে,
আর কী সবুজ-সতেজ তাদের সেই চাহনি!
গ্রামগুলো এখনও আছে আগের মতো
আর আছে তাদের সেইসব সবুজমাখা বৃক্ষরাজি,
আঃ কী সুন্দর ছিল তাদের সবুজ চেহারা!
মাঝে-মাঝে ঘুমের মধ্যে জেগে উঠি তাদের ডাকে,
সবুজ-বাংলার চিরসুন্দর বৃক্ষরাজি
আজ আমাকে নীরবে-সরবে ডাকে বন্ধুর মতো!
তাদের ডাকে বারবার যেতে ইচ্ছে করে
সবুজ-বাংলার সবুজ-সবুজ বৃক্ষরাজির কাছে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১১/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ০৩/১১/২০১৬মজার
-
আসাদুজ্জামান নূর ০৩/১১/২০১৬not bad
-
অঙ্কুর মজুমদার ০২/১১/২০১৬nice
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/১১/২০১৬সবুজ বাংলার ডাক।
-
মুহাম্মদ মনিরুজ্জামান ০২/১১/২০১৬খুব সুন্দর হয়েছে!