পদ্মপাতার জল দেখেছি
পদ্মপাতার জল দেখেছি
সাইয়িদ রফিকুল হক
পদ্মপাতার জল দেখেছি
আর দেখেছি তোমার হাসি,
একনিমিষে টুপুস করে
সব যে গেল ভাসি!
তোমার এমন কাণ্ড দেখে
আমি এখন মনে মনে হাসি।
দিন যে আমার কাটছে ভালো
আর ভাবি না তোমার কথা,
দেশের কথা ভেবে-ভেবে
যাচ্ছি ভুলে বুকের ব্যথা!
জন্ম থেকে থাকছো তুমি
অনেক বড় পাকা-ঘরে,
বানের জলে লজ্জা তোমার
ভাসলো তবু কেমন করে?
পদ্মপাতার জল দেখেছি
আর দেখেছি তোমার মন,
ভালোবাসার মধুর বুলি
ঝরতে লাগে কতক্ষণ?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
পদ্মপাতার জল দেখেছি
আর দেখেছি তোমার হাসি,
একনিমিষে টুপুস করে
সব যে গেল ভাসি!
তোমার এমন কাণ্ড দেখে
আমি এখন মনে মনে হাসি।
দিন যে আমার কাটছে ভালো
আর ভাবি না তোমার কথা,
দেশের কথা ভেবে-ভেবে
যাচ্ছি ভুলে বুকের ব্যথা!
জন্ম থেকে থাকছো তুমি
অনেক বড় পাকা-ঘরে,
বানের জলে লজ্জা তোমার
ভাসলো তবু কেমন করে?
পদ্মপাতার জল দেখেছি
আর দেখেছি তোমার মন,
ভালোবাসার মধুর বুলি
ঝরতে লাগে কতক্ষণ?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬কবিতাটি অসম্ভব সুন্দর।
-
এম এস সজীব ০২/১১/২০১৬সুন্দর
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ০১/১১/২০১৬ভাই কি এবার জীবনানন্দ দাস হয়ে গেলেন। গোছানো ভাবনার লেখাগুলো বারবার পাঠকদের বিমোহিত করছে।