নির্গুণ
নির্গুণ
সাইয়িদ রফিকুল হক
ফুল কি ফুটেছে?
পাইনি কোনো ঘ্রাণ,
দেখতে তুমি মানুষের মতো
তবু তোমার নাই যে প্রাণ!
হায়-হায় করে বলো কী লাভ আছে!
একটু সুবাস পাবো কি তোমার কাছে?
শুধু একটা প্রাণ আছে তোমার দেহে,
পশুর মতো টিকে আছে দুঃখ সহে।
প্রাণের জোরে তুমি হবে পশু একখান!
জেনে রেখো, নির্গুণ তুমি
মানুষ হতে লাগবে ঘ্রাণ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
ফুল কি ফুটেছে?
পাইনি কোনো ঘ্রাণ,
দেখতে তুমি মানুষের মতো
তবু তোমার নাই যে প্রাণ!
হায়-হায় করে বলো কী লাভ আছে!
একটু সুবাস পাবো কি তোমার কাছে?
শুধু একটা প্রাণ আছে তোমার দেহে,
পশুর মতো টিকে আছে দুঃখ সহে।
প্রাণের জোরে তুমি হবে পশু একখান!
জেনে রেখো, নির্গুণ তুমি
মানুষ হতে লাগবে ঘ্রাণ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ৩১/১০/২০১৬অদ্ভুদ রকমের ভালোলাগা।
-
প্রবাল ৩১/১০/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ৩০/১০/২০১৬vlo
-
নাইম আহম্মেদ ৩০/১০/২০১৬ছোট বাক্যে মিষ্টি গুন....ভালো লাগলো
-
আব্দুল হক ৩০/১০/২০১৬Nice
চালাও অভিযান !
উচ্চ কণ্ঠে উচ্চার আজ -
“মানুষ মহীয়ান !”
কবিতাটি এত্ত এত্তবার পড়ি তবুও আবার পড়তে মন চায়। আবার পড়ি নতুন করে যেনো আরো ভালো লাগে। সত্যিই কবি নজরুল তুমি অনন্য