প্রেম এখন অধরা
প্রেম এখন অধরা
সাইয়িদ রফিকুল হক
আর বলবো না ভালোবাসার কথা,
প্রেমের কথা শোনামাত্র ঘোরে মাথা!
বিরহ-রাজ্যে প্রেম এখন অধরা,
অর্থ বিনে কে সাজাবে প্রেমের পসরা?
প্রেমের বাজার তাইতো দেখি ভীষণ চড়া,
প্রেমকুমারী চায় যে এখন
নগদ অর্থ কড়কড়া!
আর বলবো না ভালোবাসার কথা,
প্রেমের নামে হৃদয়ে বাড়ে গভীর ব্যথা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
আর বলবো না ভালোবাসার কথা,
প্রেমের কথা শোনামাত্র ঘোরে মাথা!
বিরহ-রাজ্যে প্রেম এখন অধরা,
অর্থ বিনে কে সাজাবে প্রেমের পসরা?
প্রেমের বাজার তাইতো দেখি ভীষণ চড়া,
প্রেমকুমারী চায় যে এখন
নগদ অর্থ কড়কড়া!
আর বলবো না ভালোবাসার কথা,
প্রেমের নামে হৃদয়ে বাড়ে গভীর ব্যথা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ৩০/১০/২০১৬অসাম
-
মুহাম্মদ মনিরুজ্জামান ৩০/১০/২০১৬চিত্ত আমার নৃত্য করে প্রেমের কথা শুনলে,
ক্ষণিক পরেই মাথা ঘুরে প্রেমের তরে কড়কড়া নোট গোনলে। বর্তমান সময়ের বাস্তবতা! খুব সুন্দর! -
ফাহিম খান ৩০/১০/২০১৬রম্য কবিতিকা ভালো লাগলো
-
মোহাম্মদ ২৯/১০/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ২৯/১০/২০১৬vlo :