ভালোবাসা ঢুকে গেছে কবরে
ভালোবাসা ঢুকে গেছে কবরে
সাইয়িদ রফিকুল হক
ভেবেছিলাম ফেলবো না চোখের জল,
এই জীবনে বাড়াবো শুধু মনোবল।
এখন দেখি দুঃখ জমে হয়েছে সাগর,
প্রেয়সী আমার রেখেছে এক নাগর!
মনের দুঃখে চলে যাবো সাহারা-মরুভূমে,
লাভ কী এভাবে শয়তানের পদ-চুমে?
ভালোবাসা এখানে আজ ঢুকে গেছে কবরে,
লাভ কী আছে এভাবে বেঁচে মিথ্যা-খবরে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
ভেবেছিলাম ফেলবো না চোখের জল,
এই জীবনে বাড়াবো শুধু মনোবল।
এখন দেখি দুঃখ জমে হয়েছে সাগর,
প্রেয়সী আমার রেখেছে এক নাগর!
মনের দুঃখে চলে যাবো সাহারা-মরুভূমে,
লাভ কী এভাবে শয়তানের পদ-চুমে?
ভালোবাসা এখানে আজ ঢুকে গেছে কবরে,
লাভ কী আছে এভাবে বেঁচে মিথ্যা-খবরে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ৩১/১০/২০১৬পুরোটা ছন্দের মত হয়েছে। আরো ভাল চাই
-
রইস উদ্দিন খান আকাশ ২৯/১০/২০১৬প্রতারণা
-
আবু সাহেদ সরকার ২৯/১০/২০১৬বাহ্
-
রাবেয়া মৌসুমী ২৯/১০/২০১৬অন্যের উপর অভিমান করে নিজেকে কস্ট দেবার মানে হয়না।
-
মলয় ঘটক ২৮/১০/২০১৬Asole tai. Sotti
-
নাইম আহম্মেদ ২৮/১০/২০১৬তাহলে ভালোবাসার এই হাল..?