ভালোবাসার আকাশ দেখি
ভালোবাসার আকাশ দেখি
সাইয়িদ রফিকুল হক
এসো বন্ধু ভালোবাসি
সন্ধ্যা হতে এখনও অনেক বাকী,
এসো বন্ধু কাছাকাছি
অবিশ্বাস সব চিরতরে দূরে রাখি।
এসো বন্ধু মন খুলে হাসি
আর নীরবে মনের কথা বলি,
এসো বন্ধু আকাশ দেখি
আর শুধু ভালোবাসার পথে চলি।
এসো বন্ধু গান গেয়ে
ভালোবাসার আকাশ দেখি,
এসো বন্ধু স্বপ্ন দেখে
চিরতরে ভুলে যাই যত সব মেকী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
এসো বন্ধু ভালোবাসি
সন্ধ্যা হতে এখনও অনেক বাকী,
এসো বন্ধু কাছাকাছি
অবিশ্বাস সব চিরতরে দূরে রাখি।
এসো বন্ধু মন খুলে হাসি
আর নীরবে মনের কথা বলি,
এসো বন্ধু আকাশ দেখি
আর শুধু ভালোবাসার পথে চলি।
এসো বন্ধু গান গেয়ে
ভালোবাসার আকাশ দেখি,
এসো বন্ধু স্বপ্ন দেখে
চিরতরে ভুলে যাই যত সব মেকী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১০/২০১৬ভালবাসার আকাশ বিশাল
-
মোহাম্মদ কামরুল ইসলাম ২৭/১০/২০১৬অনন্য ভাবনার প্রকাশ।
শুভেচ্ছা রইলো। -
অঙ্কুর মজুমদার ২৫/১০/২০১৬vlo