আকাশটাকে দেখে শেখো
আকাশটাকে দেখে শেখো
সাইয়িদ রফিকুল হক
আকাশটা যে কাঁদছে রোজ!
নিচ্ছো কি তার খোঁজ?
মনের দুঃখে ঝরছে জল,
বুকে তবুও কত বল!
হাসির দেখা মিলছে রোদে,
মেঘ কেটেছে কষ্ট-শোধে।
আকাশটাকে দেখেই শেখো,
কষ্ট-জয়ের অমর বাণী
জীবনভরে মনেই রেখো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬আহা ! কবিতা আর কাকে বলে । এই তো অমর সৃষ্টি । চিরস্মরনীয় হয়ে থাকবে এই লেখাটি ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১০/২০১৬আকাশের মত বিশাল হওয়া দরকার
-
ফাহিম খান ২৬/১০/২০১৬চমৎকার হয়েছে
-
আবু সাহেদ সরকার ২৫/১০/২০১৬বেশ
-
অঙ্কুর মজুমদার ২৫/১০/২০১৬vlo>
-
স্বপ্নময় স্বপন ২৫/১০/২০১৬অনবদ্য! অসাধারণ!