হাসবো তোমার সুখে
হাসবো তোমার সুখে
সাইয়িদ রফিকুল হক
দুঃখ পেলেও হাসবো সুখে,
কষ্ট হলেও রাখবো হাসি মুখে।
আমার অনেক কষ্ট আছে,
চাইবো না সুখ তবু তোমার কাছে।
ফুলের মতো সুবাস রেখে
ঝরে যাবো সুখটা মেখে।
কাঁদবো নাকো কষ্ট পেয়ে,
হাসবো সুখের গানটা গেয়ে।
তোমার অনেক সুখ যে দেখে
আনবো নাকো দুঃখ ডেকে।
কষ্টগুলো একনিমিষে দাফন করে
জ্বালবো আলো তোমার ঘরে।
পরের সেবা ধর্ম আমার
ভুল করি না দুঃখে,
কষ্টনদী সাঁতরে উঠে
হাসবো তোমার সুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
দুঃখ পেলেও হাসবো সুখে,
কষ্ট হলেও রাখবো হাসি মুখে।
আমার অনেক কষ্ট আছে,
চাইবো না সুখ তবু তোমার কাছে।
ফুলের মতো সুবাস রেখে
ঝরে যাবো সুখটা মেখে।
কাঁদবো নাকো কষ্ট পেয়ে,
হাসবো সুখের গানটা গেয়ে।
তোমার অনেক সুখ যে দেখে
আনবো নাকো দুঃখ ডেকে।
কষ্টগুলো একনিমিষে দাফন করে
জ্বালবো আলো তোমার ঘরে।
পরের সেবা ধর্ম আমার
ভুল করি না দুঃখে,
কষ্টনদী সাঁতরে উঠে
হাসবো তোমার সুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন.আফরিন ২৩/১০/২০১৬নিবেদিত প্রান
-
মলয় ঘটক ২৩/১০/২০১৬Sundor chondo
-
অঙ্কুর মজুমদার ২৩/১০/২০১৬vlo >
-
সোলাইমান ২৩/১০/২০১৬so nice
-
মুহাম্মদ মনিরুজ্জামান ২৩/১০/২০১৬'নাই কিরে সুখ? নাই কিরে সুখ? এ ধরা কি শুধু বিষাদময়। যাতনে জ্বলিয়া কাদিয়া মরিতে, কেবলি কি নর জনম লয়।'
খুব সুন্দর। ধন্যবাদ