ভুলের আগুন
ভুলের আগুন
সাইয়িদ রফিকুল হক
আগুন যেমন সর্বনাশা
ভুল তেমনই কেড়ে নেয় আশা।
এই সংসারে চলছে শুধু
আগুন নিয়ে খেলা,
আর যে ভুলের মাশুল দিতে
যাচ্ছে ভেঙ্গে মিলনমেলা।
পথের মোড়ে ভুল দেখেছি
আর দেখেছি বুকে,
আগুনটা যে ছুটছে শুধু
ভুলের গন্ধ শুঁকে-শুঁকে।
ভুল যে তবু ছাড়ছে নাতো
এই জীবনের পিছু,
ভুলের আগুন থামবে কবে
বলতে পারো কেউ কি কিছু?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
আগুন যেমন সর্বনাশা
ভুল তেমনই কেড়ে নেয় আশা।
এই সংসারে চলছে শুধু
আগুন নিয়ে খেলা,
আর যে ভুলের মাশুল দিতে
যাচ্ছে ভেঙ্গে মিলনমেলা।
পথের মোড়ে ভুল দেখেছি
আর দেখেছি বুকে,
আগুনটা যে ছুটছে শুধু
ভুলের গন্ধ শুঁকে-শুঁকে।
ভুল যে তবু ছাড়ছে নাতো
এই জীবনের পিছু,
ভুলের আগুন থামবে কবে
বলতে পারো কেউ কি কিছু?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৩/১০/২০১৬ভেরি নাইস।
-
বিশ্বামিত্র ২০/১০/২০১৬ভুলই জীবনকে বাঁচিয়ে রাখার রসদ জোগায়।কবি ,খুব ভাল-শুভেচ্ছা রইল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/১০/২০১৬খুব ভালো লাগল। শুভেচ্ছা।
-
রাবেয়া মৌসুমী ১৯/১০/২০১৬ভুল থেকে ও ফুল ফোটে..।
-
সভ্যচাষী সপ্তম ১৯/১০/২০১৬হায়! ভুল
একদিন হেমন্তের প্রভাত শিশীর ভেজা ফুল
গোধুলীর জন্যি জমা থাক, নিশীথ রাতের নক্ষত্র
সব ভুল ফুল হয়ে ফুটুক
শুভকামনা জনাব.......... কবি প্রবর