কষ্ট আমার শেষজীবনের ভালোবাসা
কষ্ট আমার শেষজীবনের ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
ঘর ভেঙ্গেছো ঘর বানিয়েছি
মন ভেঙ্গেছো মন বানাতে পারি নাই,
ভালোবাসা যা দিয়েছিলে মুছে গেছে
ভাঙ্গা-মনের আঘাত আজও ভুলি নাই!
তোমার হাসি আর তো দেখি না চোখে
কান্না শুধু এখন আমার চারিদিকে ভাসে,
তোমার কষ্টে পাগল হয়ে আমি কাঁদি
আর যে সবাই মুখটি টিপে শুধু হাসে!
মনের দুঃখে নতুন করে বানিয়েছি ঘর
আর সেখানে রাখি নাই কোনো আশা,
কষ্ট আমার আপন বলে ছাড়েনি পিছু
এই তো আমার শেষজীবনের ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
ঘর ভেঙ্গেছো ঘর বানিয়েছি
মন ভেঙ্গেছো মন বানাতে পারি নাই,
ভালোবাসা যা দিয়েছিলে মুছে গেছে
ভাঙ্গা-মনের আঘাত আজও ভুলি নাই!
তোমার হাসি আর তো দেখি না চোখে
কান্না শুধু এখন আমার চারিদিকে ভাসে,
তোমার কষ্টে পাগল হয়ে আমি কাঁদি
আর যে সবাই মুখটি টিপে শুধু হাসে!
মনের দুঃখে নতুন করে বানিয়েছি ঘর
আর সেখানে রাখি নাই কোনো আশা,
কষ্ট আমার আপন বলে ছাড়েনি পিছু
এই তো আমার শেষজীবনের ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/১০/২০১৬সু ন্দ র! শুভেচ্ছা।
-
ফয়জুল্লাহসাকি ১৮/১০/২০১৬আসল মানুষ এরকমই হয়ে থাকে।
-
মোনালিসা ১৮/১০/২০১৬সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/১০/২০১৬pain is gain
-
কে. পাল ১৭/১০/২০১৬ভালো লেখা