শব্দচোর
শব্দচোর
সাইয়িদ রফিকুল হক
শব্দচোরের ভিড়ে এখন
লিখছি এসব কী যা-তা!
চুরি হচ্ছে দিনদুপুরে
আমার কবিতার খাতা।
কবিরা সব মগ্ন এখন
সৃষ্টি-গভীর-ধ্যানে,
অকবিরা তাই বিলাসিতায়
ডুবছে আজব-জ্ঞানে!
কাব্য কি ভাই বানের জল
আসবে ভেসে ঘরে?
সৃষ্টিমাথা চুপসে গেলে
থামবে এসব কেমন করে!
বিলাসিতার দরজা ঠেলে
হয় না কবির ধ্যান,
পাঠক তুমি হবে কবি
বাড়াও যদি জ্ঞান।
শব্দচুরির হরেক মেলা
যাক না এবার থেমে,
কবির ভয়ে অকবিরা সব
উঠছে কেমন ঘেমে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
শব্দচোরের ভিড়ে এখন
লিখছি এসব কী যা-তা!
চুরি হচ্ছে দিনদুপুরে
আমার কবিতার খাতা।
কবিরা সব মগ্ন এখন
সৃষ্টি-গভীর-ধ্যানে,
অকবিরা তাই বিলাসিতায়
ডুবছে আজব-জ্ঞানে!
কাব্য কি ভাই বানের জল
আসবে ভেসে ঘরে?
সৃষ্টিমাথা চুপসে গেলে
থামবে এসব কেমন করে!
বিলাসিতার দরজা ঠেলে
হয় না কবির ধ্যান,
পাঠক তুমি হবে কবি
বাড়াও যদি জ্ঞান।
শব্দচুরির হরেক মেলা
যাক না এবার থেমে,
কবির ভয়ে অকবিরা সব
উঠছে কেমন ঘেমে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ১৬/১০/২০১৬অসাধারণ
-
ফয়জুল্লাহসাকি ১৬/১০/২০১৬শব্দ চুরি অনেক কঠিন
আবার অনেক সোজা,
ভাবনা নিজের মন মগজে
চুরির শব্দ গোজা।
অনেক সময় খুব সহজে
যায় খুঁজে তা পাওয়া,
কিছু আছে শূন্যে ভাসে
মিলে তাতে হাওয়া।
শব্দ চুরির গুণ থাকে যার
নিখুঁত রেখার আঁকে,
লেখার মাঝে ভেসে উঠে
শব্দ ফাঁকে ফাঁকে।
কিন্তু কারো লেখায় থাকে
চুরির শব্দ ভরা,
পাঠক পড়ে পায় না মজা
ঠিক পড়ে যায় ধরা।
তাই প্রয়োজন নিপুন হাতে
ছন্দ গড়ার নীতি,
শব্দ সাজে ফুটবে ঠিকই
ভালোবাসা প্রীতি। -
কে. পাল ১৬/১০/২০১৬ভাল
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/১০/২০১৬সুন্দর অভিব্যক্তি
-
এন.আফরিন ১৫/১০/২০১৬বাহ বাহ! বেশ ঘুছিয়ে শায়েস্তা করেছেন।