আকাশের মতো মনটা
আকাশের মতো মনটা
সাইয়িদ রফিকুল হক
এই হৃদয়টা হতো যদি আকাশ,
মনটা ভরে পেতাম অনেক বাতাস!
আবার যদি মনটা হতো একখণ্ড জমি,
অনেক সাধের ফসল ফলাতাম
তুমি আর আমি!
মনটা কেন হয় নারে ভাই আকাশের মতো?
উদার হতে মানুষের এখনও বাকী আছে কত!
ওই আকাশের মতো হোক আমাদের মনটা,
আর দূর হয়ে যাক, পশুর মতো লোভটা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
এই হৃদয়টা হতো যদি আকাশ,
মনটা ভরে পেতাম অনেক বাতাস!
আবার যদি মনটা হতো একখণ্ড জমি,
অনেক সাধের ফসল ফলাতাম
তুমি আর আমি!
মনটা কেন হয় নারে ভাই আকাশের মতো?
উদার হতে মানুষের এখনও বাকী আছে কত!
ওই আকাশের মতো হোক আমাদের মনটা,
আর দূর হয়ে যাক, পশুর মতো লোভটা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৬/১০/২০১৬দারুণ
-
সোলাইমান ১৫/১০/২০১৬অনেক অনেক সুন্দর।
-
রমজান আহমেদ সিয়াম ১৫/১০/২০১৬খুব ভালো
-
ফয়জুল্লাহসাকি ১৪/১০/২০১৬আপনাকে অসংখ্য ধন্যবাদ! আপনার লেখা পড়ে উৎসাহিত হলাম লেখায়। অনেকদিন পর আজ আবার হৃদয়ের বন্ধ দরজা খুলে গেল।
-
মোনালিসা ১৪/১০/২০১৬খুব ম্জার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/১০/২০১৬খুব ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/১০/২০১৬সুন্দর হয়েছে। মনটা আকাশের মত হওয়া চাই। তবেই সকল সংকীর্ণতা পরিহার করা যাবে।
-
কে. পাল ১৪/১০/২০১৬Sundor
-
তুষার অপু ১৩/১০/২০১৬চমতকার লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/১০/২০১৬Nice