হও সত্যপ্রেমের দিশারী
হও সত্যপ্রেমের দিশারী
সাইয়িদ রফিকুল হক
হিন্দুর কোলে শোভা পায় যে গণেশ-মূর্তি,
তাই না দেখে বকধার্মিকের জ্বলে যায় পিত্তি!
মূর্তি দেখে তোমার গায়ে ধরে কেন জ্বালা?
সবকিছু তো তিনিই দেখছেন উপরঅলা।
এই মানুষকে ভালোবেসে হও তুমি ধার্মিক,
ভণ্ডসাধু হয়ে তুমি কেন হবে চার্মিক?
কেন তুমি দিচ্ছো হিন্দুর নামে গালি?
নিজেই তুমি ধর্মহীন এক রাস্তার বালি!
খাঁটি-মুসলিম দেয় না বাধা কারও ধর্মে,
হিংসা-বিদ্বেষ থাকবে নাকো ওই ধার্মিক-মর্মে।
আজকে থেকে হও না তুমি সত্যপ্রেমের দিশারী,
বিশ্বভূমে নির্মূল হোক সকল ধর্মের হিংসাকারী।
নিজের স্বার্থে ঝোলা-টানা ছাড়তে হবে সবার,
এই দেশটাতে হিন্দু-মুসলিম রুখবে অনাচার।
জয়, জয় হোক বীর-বাঙালির চিন্তার জগতে,
হিন্দু-মুসলিম ফোটাবে প্রেমের ফুল এই শরতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/১০/২০১৬ভালো। শুভেচ্ছা।
-
মোনালিসা ১১/১০/২০১৬খুব ভাল হয়ছে
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/১০/২০১৬Excellent
-
আব্দুল হক ১০/১০/২০১৬কার ছবি ভাই, পারমিশন আছে তো?