তোমার জন্য কিছু ফুল রেখে গেলাম
তোমার জন্য কিছু ফুল রেখে গেলাম
সাইয়িদ রফিকুল হক
তোমার জন্য কিছু ফুল রেখে গেলাম
ভালোবাসার ইচ্ছে হলে ফুলগুলো নিয়ো,
আর যদি ভালোবাসার একটু ইচ্ছেও না থাকে
তবুও ফুলগুলো নিয়ো।
আর তুমি জানবে:
এই ফুলগুলো সাধারণ কোনো ফুল নয়,
এই ফুলগুলো শুধু তোমার জন্য,
আর এই ফুলগুলো শুধু ভালোবাসার জন্য।
আর তুমি জানবে:
কেউ-একজন তোমাকে ভালোবাসে,
আর কেউ-একজন তোমার জন্য
রেখে দেয় ভালোবাসার পুষ্পাঞ্জলি।
তোমার জন্য কিছু ফুল রেখে গেলাম
তুমি জানবে ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে
তোমার জন্য—শুধু আমার ভালোবাসায়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোজারিও ০৯/১০/২০১৬কালকের বিতর্কে ট্রাম্প ভালবাসার বিপক্ষে কিছু বলতে যাচ্ছে!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/১০/২০১৬খুব সুন্দর আর্তি। শুভেচ্ছা।
-
অঙ্কুর মজুমদার ০৯/১০/২০১৬vlo to
-
মোঃ সোহেল মাহমুদ ০৯/১০/২০১৬ভালবাসার পরশ পেয়ে গেলাম।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/১০/২০১৬সুন্দর অনুভূতি