মৃত্যুই সত্য
মৃত্যুই সত্য
সাইয়িদ রফিকুল হক
মৃত্যু কোথায়?—মৃত্যু তোমার ঘাড়ের কাছে!
মৃত্যু ছাড়া জীবনে তোমার আর কী আছে?
তবুও বন্ধু ভুলে আছো মৃত্যু-আপনজন,
মৃত্যুর পরে কবর বন্ধু আরও বেশি নির্জন!
তবুও তুমি ডুবে আছো অন্ধকারে আর পাপে,
তোমার পাপে এখনও বন্ধু বিশ্ব কাঁপে!
কবে তোমার পড়বে মনে মৃত্যুর কথা একটুখানি,
মৃত্যুই সত্য—আর সবই বন্ধু মিথ্যাকাহিনী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৬/১০/২০১৬nice
-
নাবিক ০৬/১০/২০১৬হুম ঠিক।