প্রেম এখন ভয়ানক অন্ধ
প্রেম এখন ভয়ানক অন্ধ
সাইয়িদ রফিকুল হক
প্রেমে নাই আগের মতো ছন্দ আর গতি,
প্রেম এখন ভয়ানক অন্ধ আর অর্থলোভী!
টাকার গন্ধ শুঁকে-শুঁকে প্রেম এখন দিশেহারা,
প্রেমরাজ্যে দেখি এখন শিয়ালের মতো ধূর্ত-চেহারা!
পান থেকে চুন খসলে প্রেম এখন যায় যে ছুটে,
টাকার অঙ্ক কম হলে প্রেমিকার মুখে ওঠে হতাশা ফুটে!
কোথায় আছে একটুখানি প্রেম—আর কোথায় প্রেমের বাড়ি?
আর কোথায় খুঁজে পাবো বন্ধু প্রেমেভরা হাস্যময়ী-নারী?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৬
সাইয়িদ রফিকুল হক
প্রেমে নাই আগের মতো ছন্দ আর গতি,
প্রেম এখন ভয়ানক অন্ধ আর অর্থলোভী!
টাকার গন্ধ শুঁকে-শুঁকে প্রেম এখন দিশেহারা,
প্রেমরাজ্যে দেখি এখন শিয়ালের মতো ধূর্ত-চেহারা!
পান থেকে চুন খসলে প্রেম এখন যায় যে ছুটে,
টাকার অঙ্ক কম হলে প্রেমিকার মুখে ওঠে হতাশা ফুটে!
কোথায় আছে একটুখানি প্রেম—আর কোথায় প্রেমের বাড়ি?
আর কোথায় খুঁজে পাবো বন্ধু প্রেমেভরা হাস্যময়ী-নারী?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজীব ০৬/১০/২০১৬লিখেছেন সত্য সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/১০/২০১৬অনেক সত্যকথা বলেছ ভাই। শুভেচ্ছা।
-
পরশ ০৪/১০/২০১৬সুন্দর
-
রাবেয়া মৌসুমী ০৪/১০/২০১৬প্রেমের মুল্য প্রেমে দিতে হয়,বন্ধু
-
রোজারিও ০৪/১০/২০১৬কবিতাটি ভুলে ভরা ।প্রেম এখনো আছে ।আপনি যেসবের কথা উল্লেখ করছেন অগুলোকে প্রেম বলা হয় না । উভয়পক্ষের স্বার্থন্বেষী দেহখেলা ।।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/১০/২০১৬প্রেম সব সময় অন্ধ হয়।
-
অঙ্কুর মজুমদার ০৩/১০/২০১৬vlo