এক টুকরো সত্য
এক টুকরো সত্য
সাইয়িদ রফিকুল হক
সামনে ছিল
খোলা জানলা,
আর সেই জানলা দিয়ে
দেখছি আকাশ শ্যামলা!
বৃষ্টি হবে-হবে
তবু হয় না বৃষ্টি,
এই শরতে দেখছি শুধু
মেঘমুক্ত আকাশ
কী অপূর্ব সৃষ্টি!
হঠাৎ দেখি
মেঘের কোলে
ভেসে উঠলো
এক টুকরো রোদ,
অজস্র মিথ্যার মাঝে
এই যেন একটু সত্য
মনে জাগলো প্রবল বোধ।
এই পৃথিবীর সবখানে
আজকে দেখছি
রাশি-রাশি মিথ্যা শুধু,
সত্য বুঝি বিস্বাদ
আজ অনেকের কাছে
আর তাই মিথ্যায় আছে মধু!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১০/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ কামরুল ইসলাম ০৫/১০/২০১৬সত্য বলেছেন।
-
পরশ ০৪/১০/২০১৬জাক্কাস
-
অঙ্কুর মজুমদার ০৩/১০/২০১৬vlo.
-
রবিউল ইসলাম রাব্বি ০৩/১০/২০১৬অনবদ্য কাব্য রস পেলাম ধন্যবাদ কবি ও কবিতা
-
রোজারিও ০৩/১০/২০১৬আপনি কি কোন ফল পাচ্ছেন?