www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জনগণের সরকার আছে

জনগণের সরকার আছে
সাইয়িদ রফিকুল হক

ব্যালট-দ্বারা নির্বাচিত সরকার আছে দেশে,
দেশটা তারা নিচ্ছে আগায় মস্ত-বীরের বেশে।
ইচ্ছাকৃত তোমরা যারা, নামছো মানুষখুনে,
দেশের ক্ষতি করছো শুধু, পরের কথা শুনে।
নিজের দেশে মরলে মানুষ, বাড়বে দেশের মান?
মানুষহত্যা কেমন করে সহ্য করি আমরা মুসলমান!
মহান আল্লাহ দেখছে সবই, বিচার হবে পরকালে,
জাহান্নামে জ্বলবে তুমি, নিজের পাপে-নিজের জালে।
আল্লাহ-তা’আলা এতো ভালোবেসে মানুষ করলেন সৃষ্টি,
সেই মানুষকে মারলে তুমি, নেই যে তোমার প্রেমের দৃষ্টি!
জনগণের সরকার এখন আছে ক্ষমতায়,
দেশটাকে তাই ভেবো নাকো চরম-অসহায়।
দেশের মানুষ উঠবে জেগে, পার পাবে না হত্যাকারী,
জনগণের সরকার আছে, টিকবে না যে অত্যাচারী।
সরকার এখন বন্ধুরূপে, তাইতো দেখি হাসি সবার মুখে,
মানুষ মেরে আঘাত কেন করছো তোমরা, দেশ-জনতার সুখে?

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অত্যাচারীর ক্ষমা নেই।
  • অঙ্কুর মজুমদার ২৯/০৯/২০১৬
    vlo
  • রোজারিও ২৯/০৯/২০১৬
    এটা ফর্মুলা-1!

    যখন আর কিছুই করার বাকি থাকে না তখন কবিতায় বিদ্রোহের ডাক আসে ।আমরা কিছু না করেই গান গাইছি ।প্রজন্ম প্রচন্ড অলস!
  • সোলাইমান ২৯/০৯/২০১৬
    অনেক সুন্দর কবিতাটি। কিন্তু জনগণের সরকার এখন আছে এই কথা কত জনে মানে, দেশের রাজনৈতিক অবস্থান ভাল নেই তাই দেশের মানুষ শান্তিতে নেই।
  • আব্দুল হক ২৯/০৯/২০১৬
    নাইস
 
Quantcast