স্বার্থপর-পশু
স্বার্থপর-পশু
সাইয়িদ রফিকুল হক
নিজের দুঃখে কান্না তোমার
পরের দুঃখে হাসি,
তবু তুমি বলবে জোরে
তোমায় একটু ভালোবাসি!
দশটা বাড়ি করেও তুমি
হচ্ছো ভীষণ হতাশ!
দুঃখে যেন ফাটবে তুমি
শব্দ হবে ফটাশ।
দেখ না চেয়ে গাছতলাতে
শুয়ে আছে বারোমাস,
তোদের মতো পশুরা সব
করছে জাতির সর্বনাশ।
২৭/০৯/২০১৬
সাইয়িদ রফিকুল হক
নিজের দুঃখে কান্না তোমার
পরের দুঃখে হাসি,
তবু তুমি বলবে জোরে
তোমায় একটু ভালোবাসি!
দশটা বাড়ি করেও তুমি
হচ্ছো ভীষণ হতাশ!
দুঃখে যেন ফাটবে তুমি
শব্দ হবে ফটাশ।
দেখ না চেয়ে গাছতলাতে
শুয়ে আছে বারোমাস,
তোদের মতো পশুরা সব
করছে জাতির সর্বনাশ।
২৭/০৯/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফ রুদাদ ২৮/০৯/২০১৬সমকালীন ছড়া
-
মোহাম্মদ কামরুল ইসলাম ২৮/০৯/২০১৬সত্য বলেছেন।
ধন্যবাদ জানাই -
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৮/০৯/২০১৬কবিতাটা আরেকটু বড় হলে ভালো হতো
-
সোলাইমান ২৭/০৯/২০১৬nice
-
রোজারিও ২৭/০৯/২০১৬আপনার ছড়ায় প্রচুর উন্নতির জায়গা আছে ।আমি যদিওবা কোনপ্রকার টিপস দেওয়ার যোগ্যতা রাখিনা তথাপি আপনাকে একটা টিপস দিতে পারি-
আপনি আপনার প্রতি দুইটি ছড়ার থেকে নিজে বাছাই করে একটা ব্লগে পোস্ট করবেন ।অন্যটা আপনার ব্যাক্তিগত সংগ্রহে রেখে দিবেন ,পোস্ট করবেন না। এভাবে নিজের মধ্যে একটা প্রতিযোগিতা করে দেখতে পারেন । -
অঙ্কুর মজুমদার ২৭/০৯/২০১৬sundor