বৃষ্টিদিনের কাব্য-১
বৃষ্টিদিনের কাব্য-১
সাইয়িদ রফিকুল হক
আজকে দেখি আকাশটা যে
ভীষণ রকম কালো,
এমন দিনে প্রিয়ার ভাবনায়
মনটি থাকে ভালো?
বৃষ্টি এখন সবখানে যে
বৃষ্টি নামে জোরে,
মানসপ্রিয়া সেই যে আমার
বেরিয়ে গেল ভোরে!
ফিরবে কখন জানি নাতো
বসে আছি আশায়,
এই দুপুরে বৃষ্টি দিলো
সবকিছু যে ভাসায়!
রাস্তা ডুবে হাঁটু পানি
আরও আছে গর্ত,
বৃষ্টি তবু নামছে জোরে
মানছে নাকো শর্ত!
এরই মাঝে মেঘের ডাকে
চমকে ওঠে পিলে,
আঁধার-কালো বৃষ্টি যেন
সবই খাবে গিলে।
প্রিয়া আমার ফিরবে কখন
ভাবছি বসে ঘরে,
প্রিয়ার খোঁজে যাচ্ছিলাম তাই
একটুখানি বাইরে।
এমন সময় দেখতে পেলাম
নীলাঞ্জনার শাড়ি,
বৃষ্টি-মাথায় রিক্সা-চড়ে
ফিরলো সে যে বাড়ি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৭/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ কামরুল ইসলাম ২৩/০৯/২০১৬ভালো লাগলো
-
অঙ্কুর মজুমদার ২৩/০৯/২০১৬khub sundor
-
তুষার অপু ২৩/০৯/২০১৬খুব সুন্দর লিখেছেন। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৯/২০১৬বৃষ্টির দিনে মনটা ভালই লাগে।
-
সোলাইমান ২২/০৯/২০১৬কি ভাবে ছবি দিয়ে থাকেন, একটু বলিলে ভালো হতো।
-
সোলাইমান ২২/০৯/২০১৬অনেক সুন্দর
-
সাইফ রুদাদ ২২/০৯/২০১৬দারুন ভাব