সুন্নী মানে আল্লাহর ভয়
সুন্নী মানে আল্লাহর ভয়
সাইয়িদ রফিকুল হক
সুন্নী মানে আল্লাহর ভয়,
সুন্নী মানে হিংসা নয়।
আমার চোখে সকল মানুষ
পাচ্ছে সমান মর্যাদা,
এই কথাটা মানতে হবে
নয়তো আমি আলাদা।
রাসুল আমার পথের দিশা,
মানবো তাঁকে দিবস-নিশা।
সত্যপথেই জীবন আমার
কাটবে সারাক্ষণ,
বিশ্বে আমি মুসলমান
এই-তো আমার লক্ষণ।
দেশের মানুষ ভালোবেসে
আমি মানুষ হবো,
সত্যনবী’র উম্মত হয়ে
আমি মুসলমানই রবো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২০/০৯/২০১৬সুন্দর হয়েছে।
-
অঙ্কুর মজুমদার ১৯/০৯/২০১৬nice1
-
সাইফ রুদাদ ১৯/০৯/২০১৬উপরের দুই লাইনের সাথে পুরো লেখার কোনো মিল নাই