এই জীবনে বন্ধু তুমি
এই জীবনে বন্ধু তুমি
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যে কাটছিলো ভাই মরুভূমির মতো,
সেইখানেতে বৃষ্টি এলো সাগর-ভরা কত!
দুঃখ-জরা কেটে গেল—এলো খুশির বান,
হঠাৎ করেই পেলাম যেন খুশিভরা গান।
ফুলবনে যে ফুটলো রঙিন হরেক রকম ফুল,
একনিমিষে মুছে গেল জীবন-নদীর ভুল!
আগে ছিলাম কেমন যেন একটু বেতাল-মতো,
সেই জীবনে ছন্দ এলো জোয়ার-ভরা কত!
সৃষ্টিসুখের কাজে এখন পাচ্ছি অনেক সুখ
এই জীবনে বন্ধু তুমি অনেক মধুর মুখ।
মরুভূমির জীবনটাতে ফুটছে এখন ফুল,
পথহারা এই পথিক আমি পাচ্ছি অনেক কূল!
জীবন-নদীর মোহনাতে নাই যে কোনো বাঁক,
বন্ধুজনের সঙ্গলাভে আর শুনি না শনির ডাক!
এই জীবনে বন্ধু ছাড়া দেখবে নাকো
আনন্দেরই সুদূর,
বন্ধু তুমি না থাকলে জীবনটা কি
হতো এমন মধুর?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যে কাটছিলো ভাই মরুভূমির মতো,
সেইখানেতে বৃষ্টি এলো সাগর-ভরা কত!
দুঃখ-জরা কেটে গেল—এলো খুশির বান,
হঠাৎ করেই পেলাম যেন খুশিভরা গান।
ফুলবনে যে ফুটলো রঙিন হরেক রকম ফুল,
একনিমিষে মুছে গেল জীবন-নদীর ভুল!
আগে ছিলাম কেমন যেন একটু বেতাল-মতো,
সেই জীবনে ছন্দ এলো জোয়ার-ভরা কত!
সৃষ্টিসুখের কাজে এখন পাচ্ছি অনেক সুখ
এই জীবনে বন্ধু তুমি অনেক মধুর মুখ।
মরুভূমির জীবনটাতে ফুটছে এখন ফুল,
পথহারা এই পথিক আমি পাচ্ছি অনেক কূল!
জীবন-নদীর মোহনাতে নাই যে কোনো বাঁক,
বন্ধুজনের সঙ্গলাভে আর শুনি না শনির ডাক!
এই জীবনে বন্ধু ছাড়া দেখবে নাকো
আনন্দেরই সুদূর,
বন্ধু তুমি না থাকলে জীবনটা কি
হতো এমন মধুর?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৭/০৯/২০১৬sundor..
-
সোলাইমান ১৬/০৯/২০১৬অসাধারণ
-
সাইফ রুদাদ ১৬/০৯/২০১৬অনেক অনেক ভালো হয়েছে