মন যে আমার
মন যে আমার
সাইয়িদ রফিকুল হক
মন যে আমার কেমন-কেমন করে!
এই শূন্য মন কে দিবে একটু ভরে?
কোথায় পাবো ওগো বন্ধু সুখের হাওয়া?
মন যে আমার কেন হলো এমন উদাস!
কে যে তাই এনে দিবে আজ সুখ একরাশ।
মন যে চায় গো ওই মনেরই ছোঁওয়া।
সারাটা দিন মনটা আমার কেঁদে মরে,
কে আছো বন্ধু সুখের ছোঁয়ায় দিবে ভরে!
এমন একটা সু-মন যাবে কি পাওয়া?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৯/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ কামরুল ইসলাম ১৫/০৯/২০১৬সুন্দর হয়েছে।
-
অনুপ্রাণীত নজরুল ১৫/০৯/২০১৬ভালোই
-
সোলাইমান ১৫/০৯/২০১৬সুন্দর হয়েছে
-
পরশ ১৫/০৯/২০১৬ভাল
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৯/২০১৬সুন্দর