একটা মধুর জীবন
একটা মধুর জীবন
সাইয়িদ রফিকুল হক
একটা মধুর জীবন হলে
আর কী তোমার চাই?
একজীবনে অধিক আশা
সুখ যে তোমার নাই।
অর্থ ছাড়া হাসতে তুমি
পারবে কিনা বলো?
বিশ্বভূমি খুঁজছে তোমায়
সুখনগরে চলো।
ভেবে দেখো তোমার আছে
একটা সুখের জীবন,
সেইখানেতে অধিক আশা
আনবে ডেকে মরণ!
তারচে ভালো চলো বন্ধু
বসি গাছের তলে,
চেয়ে দ্যাখো বন্ধুটাকে
ভাসবে চোখের জলে।
এমন বন্ধু কোথায় আছে?
সবকিছু তার পরের,
এখনও কি করবে মায়া
শুধু নিজের ঘরের?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৮/২০১৬
সাইয়িদ রফিকুল হক
একটা মধুর জীবন হলে
আর কী তোমার চাই?
একজীবনে অধিক আশা
সুখ যে তোমার নাই।
অর্থ ছাড়া হাসতে তুমি
পারবে কিনা বলো?
বিশ্বভূমি খুঁজছে তোমায়
সুখনগরে চলো।
ভেবে দেখো তোমার আছে
একটা সুখের জীবন,
সেইখানেতে অধিক আশা
আনবে ডেকে মরণ!
তারচে ভালো চলো বন্ধু
বসি গাছের তলে,
চেয়ে দ্যাখো বন্ধুটাকে
ভাসবে চোখের জলে।
এমন বন্ধু কোথায় আছে?
সবকিছু তার পরের,
এখনও কি করবে মায়া
শুধু নিজের ঘরের?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৯/২০১৬ভাল হয়েছে।
-
মোহাম্মদ কামরুল ইসলাম ১৪/০৯/২০১৬খুব ভালো হয়েছে।
শুভেচ্ছা নিরন্তর। -
সোলাইমান ১৪/০৯/২০১৬অনেক ভালো।
-
অঙ্কুর মজুমদার ১৩/০৯/২০১৬vlo.......