তোমাকে ভালো লাগে লালশাড়িতে
তোমাকে ভালো লাগে লালশাড়িতে
সাইয়িদ রফিকুল হক
শোনো বধূয়া, কী লাভ আছে বসে থেকে বাড়িতে?
তোমাকে আজ ভালো লাগবে কৃষ্ণচূড়া-লালশাড়িতে!
আজকে দেখি আকাশে নাই এমন কোনো মেঘ-বৃষ্টি,
কৃষ্ণচূড়া-লালশাড়িতে হাসিমুখে একটু হানো প্রেমের দৃষ্টি।
চলে এসো মনবধূয়া এই আমাদের নীল-আকাশের নিচে,
মনমাতালের একটু ছোঁয়ায় ভালো লাগবে তোমার কী-যে!
চলে এসো মনবধূয়া আজ দেখিবো শরতের নীল-আকাশ,
এরই মাঝে কৃষ্ণচূড়া-লালশাড়িতে প্রেমের ভীষণ অবকাশ।
চলে এসো রূপকুমারী রোদ উঠেছে আজ কী সুন্দর!
চেয়ে দেখ আকাশপানে—তোমায় লাগবে আরও মনোহর।
ওই আকাশের ভাঁজে-ভাঁজে আজ রোদগুলো করছে খেলা,
আজকে তুমি ঘরছেড়ে বাইরে আসো এই প্রভাতবেলা।
জানি নাতো আজকে কেন আকাশটাতে এতো বেশি আলো,
তুমি যদি লালশাড়িতে দাঁড়াও কাছে লাগবে আরও ভালো।
এসো বন্ধু—মনবধূয়া, চেয়ে দেখো শুভ্রসুন্দর প্রেমের সকাল,
এমন লগ্ন হেলায় ফেলে কেন আনবে ডেকে সর্বনাশা-বিকাল!
এমন দিনে থাকবে তুমি আপনমনে বন্দী হয়ে নিজের বাড়িতে?
তোমাকে খুব ভালো লাগে মনবধূয়া কৃষ্ণচূড়া-লালশাড়িতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৯/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০৯/২০১৬অসাধারণ
-
অঙ্কুর মজুমদার ১২/০৯/২০১৬vlo..
-
মোঃ মুসা খান ১২/০৯/২০১৬সুন্দর