সাধুবচন গদ্যসমগ্র
সাধুবচন গদ্যসমগ্র:
সাইয়িদ রফিকুল হক
সাধুবচন (গদ্য)-১০০১
অধিকাংশ বাঙালিই মুখে-মুখে বলে ‘সদা সত্য কথা বলিবে’। কিন্তু তারা মনেপ্রাণে বলে থাকে: জীবনে-মরণে সদাসর্বদা মিথ্যাই বলিবে!
সাধুবচন(গদ্য)-১০০২
বউ খারাপ হলে তবুও লোকের কাছে বলা যায়। কিন্তু মা খারাপ হলে কারও কাছে বলা যায় না।
সাধুবচন(গদ্য)-১০০৩
ভারতীয় উপমহাদেশে বিয়ের দিন মেয়েরা যায় শ্বশুরবাড়ি। আর ছেলেরা বন্দী হয় জেলখানায়।
সাধুবচন(গদ্য)-১০০৪
ছেলেদের কান্নার জীবন শুরু হয় বিয়ের পরদিন থেকে। কেউ প্রকাশ্যে কাঁদে। আবার কেউ-কেউ অপ্রকাশ্যে—ভিতরে-ভিতরে কেঁদে-কেঁদে গুমরে মরে।
সাধুবচন(গদ্য)-১০০৫
বিয়ের আগে মেয়েদের কান্নার শেষ আছে। কিন্তু বিয়ের পরে ছেলেদের কান্নার কোনো শেষ নাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৯/২০১৬
সাইয়িদ রফিকুল হক
সাধুবচন (গদ্য)-১০০১
অধিকাংশ বাঙালিই মুখে-মুখে বলে ‘সদা সত্য কথা বলিবে’। কিন্তু তারা মনেপ্রাণে বলে থাকে: জীবনে-মরণে সদাসর্বদা মিথ্যাই বলিবে!
সাধুবচন(গদ্য)-১০০২
বউ খারাপ হলে তবুও লোকের কাছে বলা যায়। কিন্তু মা খারাপ হলে কারও কাছে বলা যায় না।
সাধুবচন(গদ্য)-১০০৩
ভারতীয় উপমহাদেশে বিয়ের দিন মেয়েরা যায় শ্বশুরবাড়ি। আর ছেলেরা বন্দী হয় জেলখানায়।
সাধুবচন(গদ্য)-১০০৪
ছেলেদের কান্নার জীবন শুরু হয় বিয়ের পরদিন থেকে। কেউ প্রকাশ্যে কাঁদে। আবার কেউ-কেউ অপ্রকাশ্যে—ভিতরে-ভিতরে কেঁদে-কেঁদে গুমরে মরে।
সাধুবচন(গদ্য)-১০০৫
বিয়ের আগে মেয়েদের কান্নার শেষ আছে। কিন্তু বিয়ের পরে ছেলেদের কান্নার কোনো শেষ নাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৯/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১২/০৯/২০১৬.vlo.
-
মোহাম্মদ ১২/০৯/২০১৬বাহ
-
সোলাইমান ১১/০৯/২০১৬হয়তো সত্যিকার কথাগুলো ফুটে তুলেছেন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৯/২০১৬সুন্দর