এসো বন্ধু হই
এসো বন্ধু হই
সাইয়িদ রফিকুল হক
এসো নির্ভয়ে বন্ধু হই নীরবে দুজনে,
ভালোবাসি শুধু মনখুলে সংগোপনে!
আর কী লাভ এতো ভেবে-ভেবে?
কী হবে ওই সামান্য পদধূলা বৈভবে!
তারচে এসো বন্ধু শুধু ভালোবাসি,
লাভের অঙ্ক ঝেড়ে ফেলে মনখুলে হাসি।
এসো বন্ধু কামমাতাল হাওয়াটাকে
চিরতরে কবর দিয়ে,
সামান্য দু’দিনের জীবনে
আর পড়ে থেকো না স্বার্থ নিয়ে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৯/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১২/০৯/২০১৬সুন্দর
-
সোলাইমান ১১/০৯/২০১৬সত্যি অসাধারণ কবিতা।
-
অঙ্কুর মজুমদার ১০/০৯/২০১৬nice poem
-
সভ্যচাষী সপ্তম ১০/০৯/২০১৬বন্ধু হই