ভালোবাসা ফুরিয়ে গেলে
ভালোবাসা ফুরিয়ে গেলে
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসা ফুরিয়ে গেলে
দুঃখ পেয়ো না বন্ধু,
তাকিয়ে দেখো চারিপাশে
দুঃখ আছে এক-সিন্ধু!
সুখটা তোমার কবে ছিল
একটুখানি আপন?
দুঃখ দেখে ভয় পেয়ো না
কষ্টে কর জীবনযাপন।
ভালোবাসা চলে গেছে
বিরহ-যাতনার ঘরে,
খুঁজবে কেন তাকে আর
দুঃখ নাও আপন-করে।
ভালোবাসা ফুরিয়ে গেলে
এসো বন্ধু আমার কাছে,
দেখাবো তোমায় একসাগর
দুঃখ আমার আছে।
দুঃখ আসুক সাগর-সমান
তবুও বাঁচবো হাসিমুখে,
ভালোবাসা নাইবা পেলাম
থাকবো তবুও সুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০৯/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৯/২০১৬অপূর্ব
-
দ্বীপ সরকার ১০/০৯/২০১৬নাইস
-
কালপুরুষ ১০/০৯/২০১৬অনবদ্য কবি
-
পরশ ১০/০৯/২০১৬অসাধারন
-
সোলাইমান ১০/০৯/২০১৬Nice