একাত্তরের শকুনেরা
একাত্তরের শকুনেরা
সাইয়িদ রফিকুল হক
আজকে দেখি শয়তানেরা
খাচ্ছে ভীষণ ডিগবাজি,
মানুষ মেরে ফুর্তি করে
হাসছে কেমন পাজী!
ভণ্ডগুলো লেবাসধারী
দিচ্ছে চোখে ধূলো,
শয়তানেরা মনের সুখে
খাচ্ছে পাকি-মূলো।
পাকিস্তানের অধম-পাপী
করছে বোমা-হামলা,
একাত্তরের বীর-বাঙালি,
এবার এদের সামলা।
একাত্তরের শকুনেরা
করবে কতো শয়তানী,
পাকিস্তানের ঘাতকেরা
দেখায় কেন মরদানী?
বাংলাদেশের সবুজ বুকে
থাকবে নারে বোমাবাজ,
আজকে থেকে পরে নাও
বীর-বাঙালি যুদ্ধসাজ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৯/০৯/২০১৬besh likhecho,,
-
এমরান হোসেন ০৯/০৯/২০১৬চরম বাস্তবতা,,,ঠিক বলেছ কবি,,,।
-
কালপুরুষ ০৯/০৯/২০১৬অনবদ্য
-
সোলাইমান ০৯/০৯/২০১৬সুন্দর