www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমিই আমার প্রেমের ফুল



তুমিই আমার প্রেমের ফুল
সাইয়িদ রফিকুল হক

শৈশবে খুব ভালোবাসতাম ফুল,
আর খুব খুশি হতাম রঙিন-রঙিন
পাখনাওয়ালা প্রজাপতির মতো
নাম-না-জানা ফুলগুলো দেখে,
আর তাই সকলের সঙ্গে
কতদিন ফুল-কুড়াতে গিয়েছি বাগানে।
আর কতদিন ভোরে বসে থাকতাম
নিজেদের সেই ভালোবাসার ফুলবাগানে,
আহা, কী ভালো লাগতো!
যখন ফুলগুলো একটু-একটু করে ফুটতো,
আর ভোরের মৃদুমন্দ বাতাসে একটা-একটা করে
হাসিমুখে শুধু বারবার ঝরতো আর ঝরতো!

তারপর কবে যেন একটু বড় হলাম
আর তোমাকে একদিন একটু দেখলাম!
সেই থেকে তোমাকে এখন বেশি ভালো লাগে।
তারপর আর ফুল-কুড়াতে যাইনি—
ফুলগুলো আর আগের মতো ভালো লাগে না,
অথবা, ফুলগুলো আর দেখি না আগের মতো!
এখন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে,
আর শুধু তোমাকেই চেয়ে-চেয়ে দেখি,
আর বসে-বসে ভাবি: আমার স্বপ্নের পৃথিবীতে
তুমি কী চমৎকার কুসুমরাণী!
কবে তুমি একটু বুঝবে: তুমিই আমার প্রেমের ফুল।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৯/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কালপুরুষ ০৯/০৯/২০১৬
    বেস ভালো শুভেচ্ছা নেবেন
  • অনবদ্য
    • আপনাকে অশেষ ধন্যবাদ বন্ধু। শুভেচ্ছা রইলো। আর ব্লগে স্বাগতম।
  • জয় ০৭/০৯/২০১৬
    মজা করে বলবো ... প্রেম কি সত্যই ইংরাজি ফুল ? ভালো লাগলো ।
  • অঙ্কুর মজুমদার ০৭/০৯/২০১৬
    Sundor
  • ফয়জুল মহী ০৭/০৯/২০১৬
    প্রকৃত অস্তিত্বপূর্ণ লেখা
  • সোলাইমান ০৬/০৯/২০১৬
    সুন্দর
 
Quantcast