বামপালের গর্জনে
বামপালের গর্জনে
সাইয়িদ রফিকুল হক
ওই রামপালে হবে দেশের কাজ,
খবরটা তাই শোনামাত্র
সব বামপালের মাথায় পড়লো বাজ!
রামপাল বাংলার আছে কোনখানে?
জানতো না কেউ—জানলো আজি
বামপালের গর্জনে।
দেশের কাজে কেন এতো বাধা!
আজ বামপালীদের মুরুব্বি কোন দাদা?
চোদ্দো-কি.মি. দূরে আছে আমাদের সুন্দরবন,
তবু দেখি বামপালীদের কী-ভয়ানক গর্জন!
এই বামপালী দাদারা সব কবে হবে বাঙালি,
এরা সবাই মানুষ হলে ঘুচবে জাতির কাঙালি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৮/২০১৬
সাইয়িদ রফিকুল হক
ওই রামপালে হবে দেশের কাজ,
খবরটা তাই শোনামাত্র
সব বামপালের মাথায় পড়লো বাজ!
রামপাল বাংলার আছে কোনখানে?
জানতো না কেউ—জানলো আজি
বামপালের গর্জনে।
দেশের কাজে কেন এতো বাধা!
আজ বামপালীদের মুরুব্বি কোন দাদা?
চোদ্দো-কি.মি. দূরে আছে আমাদের সুন্দরবন,
তবু দেখি বামপালীদের কী-ভয়ানক গর্জন!
এই বামপালী দাদারা সব কবে হবে বাঙালি,
এরা সবাই মানুষ হলে ঘুচবে জাতির কাঙালি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৭/০৯/২০১৬সুপার লেখা।
-
ফয়জুল মহী ০৫/০৯/২০১৬বিরল লেখনী
-
অঙ্কুর মজুমদার ০৫/০৯/২০১৬/vlo.