বুঝে নাও কবিতার মানে
বুঝে নাও কবিতার মানে
সাইয়িদ রফিকুল হক
কবিতা নয় শুধু প্রেমের পাঁচালী,
কবিতা হয় দেশটা তুই কতোখানি বাঁচালি!
কাব্য মানে দেশের কথা ভাবতে হবে সবার আগে,
দেশপ্রেমিকের ভালোবাসাই কাব্য আনে অনুরাগে।
শুধু দেখে এক-সুন্দরীর ঘোমটা আর কপালের টিপ,
দেশের বুকে জ্বালাতে পারবে না তুমি উন্নয়নের দীপ।
কাব্যকথার মোড়টা তাই এবার দিয়েছি একটু ঘুরিয়ে,
দেশের সেবা করি আগে, প্রেমের সময় যায়নি ফুরিয়ে।
দেশের চেয়ে বড় প্রেম এই বিশ্বে আর কীসে হয়?
এই জীবনটা শুধু একজন সুন্দরী-মেয়ের জন্য নয়।
দেশমাতার ভীষণ দুর্দিনে প্রেমের নেশায় তুমি থাকবে বসে,
সামনে পেলে তোমার দুই গালে মারবো চড় ভীষণ কষে।
আজকে থেকে জীবনব্যাপী বুঝে নাও কাব্য-কবিতার মানে,
দেশের জন্য জীবনযুদ্ধে থাকতে হবে রাজনীতির ময়দানে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
কবিতা নয় শুধু প্রেমের পাঁচালী,
কবিতা হয় দেশটা তুই কতোখানি বাঁচালি!
কাব্য মানে দেশের কথা ভাবতে হবে সবার আগে,
দেশপ্রেমিকের ভালোবাসাই কাব্য আনে অনুরাগে।
শুধু দেখে এক-সুন্দরীর ঘোমটা আর কপালের টিপ,
দেশের বুকে জ্বালাতে পারবে না তুমি উন্নয়নের দীপ।
কাব্যকথার মোড়টা তাই এবার দিয়েছি একটু ঘুরিয়ে,
দেশের সেবা করি আগে, প্রেমের সময় যায়নি ফুরিয়ে।
দেশের চেয়ে বড় প্রেম এই বিশ্বে আর কীসে হয়?
এই জীবনটা শুধু একজন সুন্দরী-মেয়ের জন্য নয়।
দেশমাতার ভীষণ দুর্দিনে প্রেমের নেশায় তুমি থাকবে বসে,
সামনে পেলে তোমার দুই গালে মারবো চড় ভীষণ কষে।
আজকে থেকে জীবনব্যাপী বুঝে নাও কাব্য-কবিতার মানে,
দেশের জন্য জীবনযুদ্ধে থাকতে হবে রাজনীতির ময়দানে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০৫/০৯/২০১৬অনেক সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৯/২০১৬wow !!!
www.ajkerpressbd.com -
অঙ্কুর মজুমদার ০৪/০৯/২০১৬vlo.
-
সোলাইমান ০৪/০৯/২০১৬Nice