মানুষ কি গাছে ধরে
মানুষ কি গাছে ধরে?
সাইয়িদ রফিকুল হক
মানুষ কি গাছে ধরে?
মানুষ জন্মে মানুষের পেটে।
আর পশু কি গাছে ধরে?
পশুও জন্মে মানুষের পেটে!
হায়-হায় মানুষের পেটে পশু!
নাকি পশুর পেটে পশু?
আবার শুনি পশুর পেটে মানুষ!
মানুষ-পশু আজ মিলেমিশে একাকার,
কোথায় পাবো খুঁজে আজ
মানুষের পেটে জন্মানো মানুষ,
কোথায় পাবো খুঁজে আজ
মানুষের মতো মানুষ আসল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৯/২০১৬
সাইয়িদ রফিকুল হক
মানুষ কি গাছে ধরে?
মানুষ জন্মে মানুষের পেটে।
আর পশু কি গাছে ধরে?
পশুও জন্মে মানুষের পেটে!
হায়-হায় মানুষের পেটে পশু!
নাকি পশুর পেটে পশু?
আবার শুনি পশুর পেটে মানুষ!
মানুষ-পশু আজ মিলেমিশে একাকার,
কোথায় পাবো খুঁজে আজ
মানুষের পেটে জন্মানো মানুষ,
কোথায় পাবো খুঁজে আজ
মানুষের মতো মানুষ আসল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৯/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ১০/০৯/২০১৬
-
সোলাইমান ০৪/০৯/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ০৩/০৯/২০১৬vlo..
দারুণ বলেছেন............