বাংলাদেশের কথা শুনে
বাংলাদেশের কথা শুনে
সাইয়িদ রফিকুল হক
বাংলাদেশের কথা শুনে
মুখটি তোমার কালো,
পাকিস্তানের কথা বললে
মুখে চাঁদের আলো!
আমার দেশে বসে তোমরা
করছো কেন শয়তানী?
যাও না চলে পাকিস্তানে
দেখাও তোমার মরদানী!
বাংলাদেশে ভালোমানুষ
থাকবে শুধু হেসে,
পাপীরা সব পাকিস্তানে
থাকবে জঙ্গীর বেশে।
বাংলাদেশের মাটি ছেড়ে
যাও না চলে ভণ্ড,
এই মাটিতে থাকবে মানুষ
চাই না কোনো পাষণ্ড।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/০৯/২০১৬বেশ নাইস।
-
পরশ ০২/০৯/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ০২/০৯/২০১৬vlo.....
-
চপল ০১/০৯/২০১৬ঠিক বলেছেন। সুন্দর
-
আনিসা নাসরীন ০১/০৯/২০১৬একদম আমার মনের কথা।