এসো বন্ধু ভালোবাসি
এসো বন্ধু ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক
এসো বন্ধু ভালোবাসি
সকল স্বার্থ ভুলে,
এসো বন্ধু একটু হাসি
নিজের মনটা খুলে।
এসো বন্ধু ভালোবাসি
একেবারে নিঃস্বার্থ হয়ে,
এসো বন্ধু ডুবে যাই
মধুপ্রেমে নির্ভয়ে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০১/০৯/২০১৬খুব ভাল লাগলো পড়ে। কবিতায় কবির ভাবই প্রকৃত চিত্র।ধন্যবাদ কবি।