শুধুই বাংলাদেশ
শুধুই বাংলাদেশ
সাইয়িদ রফিকুল হক
কদম-ফুলের হাসি দেখে
মনটা গেল মজে,
ভবিষ্যতের ভাবনা ভেবে
গেলাম কীসের খোঁজে!
শুভ্র-সুন্দর শোভা দেখে
গেলাম একটু কাছে,
বললো কদম, হাত দিয়ো না
আমার একজন আছে!
সবখানে যে গুড়ে বালি
আমার আশা শেষ,
শেষে দেখলাম আমার প্রেম
শুধুই বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৫/০৯/২০১৬খুব সুন্দর হয়েছে।
-
অঙ্কুর মজুমদার ৩১/০৮/২০১৬nice1
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০৮/২০১৬অনেক ভাল লাগলো। আসলেই ভাল লিখেছেন ।