এসো রজব আলী
এসো রজব আলী
সাইয়িদ রফিকুল হক
এসো রজব আলী,
আমরা এখন মিথ্যা বলি!
মিথ্যায় নাকি লাইক-কমেন্ট বেশি,
আরও আছে মিথ্যাবাদীর ভয়ানক-পেশী!
এসো রজব আলী,
আমরা এখন মিথ্যা বলি!
কলিযুগে মিথ্যাবাদী এখন বড় সাধু,
আর ভণ্ডদের ঝোলায় আছে অনেক জাদু!
এসো রজব আলী,
ওই ভণ্ডদের সাথে এখন চলি!
রাম-ভণ্ডদের এখন আছে বিরাট শক্তি,
সত্যবাদী বন্ধু আমার কোথায় মিলবে তোমার মুক্তি?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ২৮/০৮/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ২৮/০৮/২০১৬vlo.