www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার এখন অনেক আছে




তোমার এখন অনেক আছে
সাইয়িদ রফিকুল হক

তোমার এখন অনেক আছে
আছে অনেক প্রেমিকজন!
আমার কথা শোনার মতো
আছে তোমার মন?

এখন আমার কোনোকিছুই
ভাল্লাগেনা তোমার কাছে,
ভালোলাগার অনেককিছুই
এখন তোমার আছে!

পোশাক-বদল করার মতো
করছো প্রেমিক-বদল,
মনটা তোমার অনেক বড়
করছে সবাই দখল!

অনেক আশায় তোমার কাছে
গিয়েছিলাম ছুটে,
ফুল ফোটারই অনেক আগে
হৃদয় গেল টুটে!

মনটা তোমার বিশালবড়
যেন খেলার মাঠ,
তাইতে দেখি তোমার মনে
বসলো চাঁদের হাট!

একটা প্রেমিক ছিলাম আমি
ছিলাম কত ভালো,
অন্ধজনে চেনে কি আর
এমন সুন্দর আলো?

মনটা তোমার ধোলাইখাল
আর যে ভীষণ যাচ্ছেতাই,
ভালোবাসার গোলাপ হয়ে
পেলাম নাতো ঠাঁই!

তোমার মনে অনেক ব্যাধি
সারবে কেমন করে?
বাঁচার আশা নাই যে তোমার
পাপের রশি ধরে!

ভণ্ডগুলো তোমার পাশে
জুটছে ভ্রমর হয়ে,
থাকবে না কেউ দুদিন পরে
বাসী-ফুলটা লয়ে!

তোমার এখন অনেক প্রেমিক
আসছে আরও ছুটে!
মাঠের মতো হৃদয় তোমার
নিচ্ছে সবাই লুটে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৬/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ২৭/০৮/২০১৬
    vlo....
  • কবিতায় একটু ছন্দ থাকলে পড়ে আরাম হয়।
  • স্বপ্নময় স্বপন ২৬/০৮/২০১৬
    বেশ ভালো!
 
Quantcast