তোমার মুখের হাসি
তোমার মুখের হাসি
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখের হাসি দেখে
ডুবেছিলাম প্রেমে,
প্রেমের জ্বালা বুঝতে পারি
ভালোবাসায় নেমে!
প্রেম যে এমন ধুতরা-পাতা
বিষ যে তাহার কঠিন,
হৃদয়-ভাঙ্গার মর্মজ্বালায়
ভালোবাসা অচিন!
তোমার মুখে আগের মতো
লেগে আছে হাসি,
কার গলে যে পড়বে তোমার
আজব-প্রেমের ফাঁসি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৯/০৯/২০১৬সত্যি অনেক সুন্দর।
-
প্রিয় ২৬/০৮/২০১৬বদ্ধু কী ভাবে তরুণ্যের ব্লগে ছবি যোগ করতে হয় আমাকে একটু বুঝিয়ে বলবে?আনেক বার চেষ্টা করলাম কিন্তু পারলাম না!
-
জয় ২৫/০৮/২০১৬ভালো
-
অঙ্কুর মজুমদার ২৫/০৮/২০১৬sundor,,
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৪/০৮/২০১৬খুব সুন্দর
-
স্বপ্নময় স্বপন ২৪/০৮/২০১৬অনন্য সুন্দর!