একমুঠো আলো
একমুঠো আলো
সাইয়িদ রফিকুল হক
পকেট ভরে রেখেছিলাম
একমুঠো আলো!
সারাটা দিন তা-ই দেখে
লাগতো কী-যে ভালো।
খুব কড়কড়ে আর মচমচে
আলোটুকু ভরে ছিল ঘ্রাণে!
ওই একমুঠো পেয়েছিলাম
জোনাক-পোকার দানে।
সেদিন ভোরে মিথ্যাবাদী
একটা এলো ঘরে,
আলোটুকু উড়ে গেল
আহা কেমন করে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২৪/০৮/২০১৬খুব ভাল
-
অঙ্কুর মজুমদার ২৪/০৮/২০১৬vlo..
-
স্বপ্নময় স্বপন ২৩/০৮/২০১৬অনবদ্য লেগেছে!
-
জয় ২৩/০৮/২০১৬ভালো
-
বুরহানউদ্দীন শামস ২৩/০৮/২০১৬অনেক ভাল লাগল ।