ভালোবাসার রঙ
ভালোবাসার রঙ
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার রঙ খুঁজতে গিয়ে
হারিয়ে ফেলেছি পথ,
বিরহেরি নীলদংশনে
তবু আছি খুব সৎ!
পথহারা মুসাফির সেজে
যাচ্ছি ছুটে কার হাটে!
জীবনকাব্যের নীলঅধ্যায়ে
তরী বাঁধা নেই ঘাটে।
এই জীবনের পৃষ্ঠাগুলো
যাচ্ছে শুধু ছিঁড়ে-ছিঁড়ে!
যত দেখি অতীতস্মৃতি
দুঃখ আসে ফিরে-ফিরে।
ভালোবাসার রঙটারে
আজও পারিনি চিনতে,
কলিযুগে অনেক টাকায়
ভালোবাসা হয় যে কিনতে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৬/০৯/২০১৬সুন্দর কবিতা
-
বুরহানউদ্দীন শামস ২১/০৮/২০১৬কবিতায় ভাল লাগা রইল।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/০৮/২০১৬ভালো লাগলো
-
স্বপ্নময় স্বপন ২০/০৮/২০১৬ভারী ভালো লাগলো!
-
ফয়জুল মহী ২০/০৮/২০১৬লেখা অনেক ভাল সুরভিত হোক
-
মোনালিসা ২০/০৮/২০১৬ভাল